slide bottom shade

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে এ সি আই ক্রপ কেয়ার আয়োজন করেছে বোরো ধানের মাঠ দিবস অনুষ্ঠান

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে এ সি আই ক্রপ কেয়ার আয়োজন করেছে বোরো ধানের মাঠ দিবস অনুষ্ঠান। এই প্রোগ্রামের মাধ্যমে মূলত প্রদর্শনী প্লট গুলোর ধানের ফলন এবং এ সি আই এর বালাইনাশকের গুনগত মান কৃষকদের সরাসরি দেখানো হয়ে থাকে।
এ সি আই সারাবছরই অজস্র কম্বাইন্ড ডেমো প্রোগ্রামের মাধ্যমে কৃষকদের এ সি আই এর নিজস্ব ধানের বীজ থেকে শুরু করে সার, বালাইনাশকসহ প্রয়োজনীয় সব ধরনের উপকরণ প্রদান করে থাকে। ধানের বীজ বপন থেকে শুরু করে ধান কাঁটা পর্যন্ত সকল কার্যক্রমই এ সি আই এর ফিল্ড কর্মকর্তা ও রিসার্চ টিম এর তত্ত্বাবধানেই সম্পন্ন হয়ে থাকে। স্বাধারনত পরিবেশ ও অন্যান্য বিষয়গুলো ঠিক থাকলে অন্য জমির তুলনায় এ সি আই এর তত্ত্বাবধানে থাকা জমির ধানের ফলন তুলনামূলক ভালো হয়ে থাকে। এবছর অধিকাংশক্ষেত্রেই, এ সি আই কর্তৃক আয়োজিত ডেমোতে ৬৬ শতকের একটি জমিতে বিঘা প্রতি ৩০ মনের ও বেশি ফলন পাওয়া গেছে, যা খুবই আশা ব্যাঞ্জক। ভালো ফলন পাওয়ায় কৃষকরাও অত্যন্ত আনন্দিত।
প্রতি বছরই ক্রপ কাটিং এবং ডেমো প্রোগ্রামের আওতায় এ সি আই বহু কৃষককে সঠিক ও আধুনিক চাষাবাদ পদ্ধতি ও ফলন বৃদ্ধির কৌশল গুলো সম্পর্কে অবহিত করে যাচ্ছে। মাঠ দিবসের মাধ্যমে ঐ এলাকার কৃষকদের দেখানো হয় সঠিক পরিচর্যা, সঠিক ধানের বীজ ও পরিমিত মাত্রার সার, বালাইনাশক ব্যবহারের মাধ্যমে কিভাবে স্বাভাবিকের তুলনায় অধিক ফলন পাওয়া সম্ভব, যা কৃষক ভাইদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে হাতে কলমে শিখতে সাহায্য করছে।
এ ধরনের কার্যক্রমে এ সি আই এর সাথে সরকারি কৃষি কর্মকর্তারাও (ডি এ ই অফিসিয়ালস) পাশে থাকেন, তাই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা।
আমরা চেষ্ঠা করছি সর্বদা কৃষি ও কৃষকের পাশে থেকে দেশের খাদ্য চাহিদা পূরণে নিরন্তর কাজ করে যেতে।