slide bottom shade

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়বে দেশের কৃষি অর্থনীতিতে : কৃষিবিদ বশির আহমেদ

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বাংলাদেশের কৃষি অর্থনীতিতে প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন কৃষি উন্নয়ন বিশেষজ্ঞ কৃষিবিদ বশির আহমেদ। এই যুদ্ধ দেশের খাদ্য পরিস্থিতিতে বিপর্যয় ডেকে আনতে পারে বলে মন্তব্য করেছেন সার ব্যবসার সাথে জড়িত দেশের অন্যতম বড় শিল্পপ্রতিষ্ঠান এসিআই’র এই কর্মকর্তা। বশির আহমেদ এসিআই এ দীর্ঘ ২৩ বছর ধরে কাজ করছেন। বর্তমানে এসিআই ফার্টিলাইজারের বিজনেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এই কৃষিবিদ। 

রাশিয়া ও ইউক্রেন দুই দেশই বিশ্বের অন্যতম খাদ্য ও কৃষিজ পণ্য উৎপাদনকারী। রাশিয়াতে পটাশ ও ফসফেটের মতো সার তৈরির প্রধান উপাদানগুলোও বিপুল পরিমাণে উৎপাদিত হয়। দেশের মিউরিয়েট অব পটাশ (এমওপি) সারের চাহিদা প্রায় সাড়ে সাত লাখ টন। মূলত রাশিয়া, বেলারুশ ও কানাডা—এ তিনটি দেশ থেকে আমদানি হয় এমওপি। তবে এর প্রায় দুই-তৃতীয়াংশই আসে শুধু রাশিয়া ও বেলারুশ থেকে। চলমান ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে এরই মধ্যে অর্থ লেনদেনে জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি দেশ দুটি থেকে প্রাথমিকভাবে রফতানি বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। ফলে এমওপি সারের জোগান নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। চলমান সংকটে সরকারের ভর্তুকির পরিমান অনেক বেড়ে যাবে। কৃষিতে ৯ হাজার কোটি টাকা ভর্তুকি ২৮ হাজার কোটি টাকা হয়ে যাচ্ছে। এটি ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকায় চলে যেতে পারে।