slide bottom shade

কর্তেব্যের কাছে কিছুই বাধা হয়নি সোলায়মানের

বন্যায় তলিয়ে গেছে বাড়িঘর, পথ-ঘাট। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। অথৈ জলে দিশেহারা দেশের বন্যা কবলিত জনপদের মানুষেরা। দিনে এক বার পরিবার-পরিজনের আহার জুটানোর চেয়েও বড় উদ্বেগ গবাদি পশু কিংবা ছাগল-হাঁসমুরগির আহার-আশ্রয়ের ব্যবস্থা করা।

বন্যা কবলিত জনপদের শ্রমজীবী মানুষদের জন্য এদিনগুলি যেন আরও কঠিন। সব তলিয়ে গেলেও জীবন তবু থেমে থাকে না। যেমন থাকেনি জামালপুরের গোপালপুরের সোলায়মান কবিরের জীবন।

বাড়িঘর তলিয়ে যাওয়ার উপক্রম। রাস্তাঘাট সবই পানির নীচে। জীবিকা আর কর্তব্যের টানে তবু বের হতে হচ্ছে পিতৃহীন সোলায়মানকে। প্রত্যন্ত জনপদ, নেই নৌযানের ব্যবস্থাও। অনন্যোপায় এই তরুণ শার্ট-প্যান্ট-জুতা ব্যাগে ভরে নিয়ে গামছা পড়ে বেরিয়ে পড়েছেন; উপারে গিয়ে কাপড় পরিবর্তন করে যাবেন কর্তব্য পালনে।

প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার যে সক্ষমতার জন্য আমরা বিশ্বজুড়ে নন্দিত, এসিআই হাইজিনের বিক্রয়কর্মী সোলায়মান কবির তাদেরই একজন। পরিবার ও প্রতিষ্ঠানের প্রতি এই কর্তব্যনিষ্ঠা নিশ্চয় অনেককে অনুপ্রেরণা যোগাবে।

Press Release