slide bottom shade

এ সি আই ক্রপ কেয়ার আপনাদের জন্য নিয়ে এলো একটি অসাধারণ সমাধান ‘মিসাকি’

এ সি আই ক্রপ কেয়ার আপনাদের জন্য নিয়ে এলো একটি অসাধারণ সমাধান ‘মিসাকি’। এখন থেকে আপনার পছন্দের ফুলগুলো সতেজ থাকবে বহুদিন!

প্রিয়জনকে উপহার দিতে অথবা বাসাবাড়ি, অফিস কিংবা যেকোন অনুষ্ঠানে সাজাতে আমরা সাধারনত কাঁচা ফুলের ব্যাপক ব্যবহার দেখতে পাই। তবে এই কাঁচাফুল গুলো সাধারণ পানিতে কিংবা চিনি মিশ্রিত পানিতে রাখলেও ১-২ দিনের বেশী সতেজ থাকেনা।

তাই আমরা এবার সুদূর জাপান থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ‘মিসাকি’ নামক এক অনন্যসাধারণ পন্য, যা কাঁচা কাটাফুলকে দীর্ঘদিন যাবত সংরক্ষণ করতে পারে।

'মিসাকি' কাঁচা কাটাফুলের এক ধরনের খাদ্য উপাদান, যা ফুলের সজীবতা রাখার জন্য কাজ করে এবং ফুল ৭ দিন পর্যন্ত সতেজ থাকে।

'মিসাকি' এর ব্যবহারবিধি:
১০ মিলি 'মিসাকি' ৫০০ মিলি পানির সাথে ভালোভাবে মিশিয়ে উক্ত মিশ্রনে কাটা ফুলের ডাটা ভিজিয়ে রাখতে হবে।

'মিসাকি' যেভাবে কাজ করে:
মিসাকি মেশানোর ফলে পানির pH কমে, ফলে পানি ফুলের পরিবহন টিস্যু (জাইলেম) দ্বারা দ্রুত পরিবাহিত হয়। তাই ফুল সংগ্রহের পরও ৭ দিন পর্যন্ত পানি থেকে ফুল খাদ্য গ্রহন করতে পারে ও সতেজ থাকে।

'মিসাকি' ব্যবহার করুন, আপনার ফুল আরো অধিক সময় সতেজ রাখুন।

এই পণ্যটি সংগ্রহের জন্য এখনই আমাদের ডিলার পয়েন্ট এ যোগাযোগ করুন অথবা অনলাইনে অর্ডার করুন।