slide bottom shade

শিল্পীদের পাশে স্বপ্ন

বাংলাদেশের সর্ববৃহৎ সুপারস্টোর চেইন শপ ‘স্বপ্ন’ গ্রাহকদের সেবা প্রদান ও সন্তুষ্টি অর্জন করে এগিয়ে যাচ্ছে। সাধারণ ভোক্তাদের অকুন্ঠ ভালাবাসায় ও গ্রাহক সেবায় নতুন নতুন সৃজনশীল ধারনার বাস্তবায়ন করছে ‘স্বপ্ন’। একই সাথে সামাজিক দায়বদ্ধতা’র অংশ হিসাবে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সুবিধা বঞ্চিত শিল্পীদের সাহায্য করতে এগিয়ে এসেছে।

গত ২০ ডিসেম্বর ২০১৭ তেজগাঁয়ে অবস্থিত এসিআই সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ‘অভিনয় শিল্পী সংঘ’ এবং দেশের সর্ববৃহৎ সুপারস্টোর চেইন শপ ‘স্বপ্ন’এরমধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্বারকের মাধ্যমে ‘অভিনয় শিল্পীসংঘ’ কর্তৃক নির্ধারিত ২০ জন সদস্যকে প্রতি মাসে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার বাজার সুবিধা সহ অভিনয় শিল্পী সংঘের সদস্যদেরকে ‘স্বপ্ন’ এর পক্ষ থেকে বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন। স্বপ্নের নির্বাহী পরিচালক জনাব সাব্বির হাসান নাসির এবং আমন্ত্রিত অতিথি হিসেবে টেলিভিশন মিডিয়ার স্বনামধন্য বিশিষ্টনাট্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০০৮ সালে ‘স্বপ্ন’ তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর ভোক্তাদের জীবন যাত্রার মান উন্নয়নের পাশাপাশি নিরাপদ এবং সঠিক মানের পণ্য সঠিক দামে ক্রেতাদের হাতে তুলে দিয়ে বিশ্বের যে কোনো সুপার স্টোরের মত সর্বোত্তম সেবা প্রদান করে আসছে। এছাড়াও সামাজিক দায়বদ্ধতাকে বাস্তবিক অর্থে কার্যকর করতে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্য আরও ১০ জন সাধারন মানুষের মত জীবন যাপনের অধিকার নিশ্চিত করতে স্বপ্ন এগিয়ে এসেছে। বর্তমানে স্বপ্নের বিভিন্ন আউটলেটে কাজ করছে বিশেষ চাহিদা সম্পন্ন কিছু মানুষ।

এরই ধারাবাহিকতায় স্বপ্ন এগিয়ে আসলো অভিনয় শিল্পী সংঘের সাথে চাহিদা সম্পন্ন শিল্পীদের পাশে দাঁড়াবার জন্য। ‘অভিনয় শিল্পী সংঘ’ বিশ্বাস করে স্বপ্নের মত বাকি ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলিও চাহিদা সম্পন্ন শিল্পীদের পাশে এসে দাঁড়ালে তাদের সাধারন চাহিদা গুলি পূরণ করা অনেকাংশে সহজ হয়ে যাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপ্নের বিজনেস ডিরেক্টর জনাব সোহেল তানভির খান ও সাইফুল আলম এবং চিফ অফ সেলস জনাব সামসুদ্দোহা শিমুলসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।