slide bottom shade

‘মার্কেটিং সুপারস্টার’ পুরস্কার পাচ্ছেন সৈয়দ আলমগীর

মার্কেটিং প্ল্যাটফর্ম- বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের বিচারে দেশের ‘মার্কেটিং সুপারস্টার’ নির্বাচিত হয়েছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর।

আগামী ২৮ মার্চ রাজধানীর ওয়েস্টিন হোটেলে সৈয়দ আলমগীরকে এ পুরস্কার দেওয়া হবে বলে এসিআই লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশের বিপণন খাতের শীর্ষ ব্যবসায়ীদের ঐ অনুষ্ঠানে সম্মাননা জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসিআই বলছে, ১৯৯৮ সালে সৈয়দ আলমগীর এসিআই-এ কাজ শুরু করেন। দুই দশক ধরে তিনি প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম কনজ্যুমার গুডস ম্যানুফ্যাকচার কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করেন।

তার নেতৃত্বে এসিআই এর পণ্য এখন দেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে। এফএমসিজি ক্যাটাগরিতে ১০০% হালাল সাবান কনসেপ্ট তারই উদ্ভাবিত। মার্কেটিং গুরু ফিলিপ কটলার তার ‘দ্যা প্রিন্সিপাল অফ মার্কেটিং’ বইয়ে সৈয়দ আলমগীরের হালাল সাবানের কনসেপ্টটি যোগ করেছেন।

সৈয়দ আলমগীর ব্রিটিশ ফার্মাসিটিক্যাল কোম্পানি মে অ্যান্ড বেকারে কর্মজীবন শুরু করেছিলেন; যা এখন সানোফি বাংলাদেশ নামে পরিচিত।

Press Release