slide bottom shade

Climate Resilient Weed Management in the Era of Climate Change'

বাংলাদেশ আগাছা বিজ্ঞান সমিতি (Weed Science Society of Bangladesh) গত ২১ মে, ২০২২ তারিখে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ''Climate Resilient Weed Management in the Era of Climate Change'' শীর্ষক এক আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে। উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব ডঃ সামসুল আলম। কনফারেন্সে মূল প্রবন্ধ পাঠ করেন ড. আদুসুমিলি নারায়ানা রাও, জেনারেল সেক্রেটারি- এশিয়া পেসিফিক উইড সাইনন্স সোসাইটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সি আই ফর্মুলেশনস লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মিস সুস্মিতা আনিস। উক্ত কনফারেন্সে দেশ ও বিদেশের কৃষি গবেষনা প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বি এ ডি সি সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ বিজ্ঞানী ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন।
এছাড়াও এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শহিদুর রশিদ ভূঁইয়া, প্রফেসর ড. মোঃ হযরত আলী, ড. জীবন কৃষ্ণ বিশ্বাস প্রমুখ। কনফারেন্সে আগাছা বিজ্ঞান গবেষণার উপর বেশ কিছু বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়, যার মাধ্যমে ফসলে আগাছার ভূমিকা এবং আগাছা দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।